সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

তালায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে দুইজন আটক  

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি  

তালায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে দুইজন আটক  

সাতক্ষীরার তালায় এক বুদ্ধি প্রতিবন্ধীকে (২০) ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (১৫ মে) ভুক্তভোগী মা তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুইজনকে আটক করেছে।

আটকরা হলেন তালা উপজেলা জালালপুর ইউনিয়নে জেঠুয়া গ্রামের অজেদ কারিকরের ছেলে ইবাদুল কারিকর (২৫) ও মন্টুর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৮) । এ সময় একই এলাকার মফেজ সরদার ছেলে হাসেম আলী (৫৫) আসামি পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।

জানা গেছে, গত রোববার সন্ধ্যায় বুদ্ধি প্রতিবন্ধীকে জেঠুয়া গ্রামে থেকে মফেজ সরদারের ছেলে হাসেম আলী ও অজেদ কারিকরের ছেলে ইবাদুল কারিকর ফুঁসলিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। প্রতিবন্ধী মেয়েকে না পেয়ে অনেক খোঁজাখুজির পর জানাতে পারেন আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে নিয়ে গেছে। 

রাতে মেয়েকে উদ্ধারের পর পরিবারের সদস্যরা জানতে পারেন বাড়িতে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। পরে পুলিশের খবর দিলে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করে। 

তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম জানান, প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে থানায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলার দুই আসামিকে আটক করা হয়েছে এবং একজন আসামি পলাতক আছে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টিএইচ